প্রতীক্ষা

আমার আমি (অক্টোবর ২০১৬)

আহমেদ রাকিব
  • ১৮
তুমি কি আমায় ভুলেই গেলে??

কত দিন হয়ে গেলো,
তুমি এলে না।

কত দিন হয়ে গেলো-মাস গেলো-
গেলো কত বছর,
তুমি এলে না।

নির্ঘুম কত রাত-
বেঘোরে হারানো প্রভাত গেলো,
গেলো দুপুর-বিকেল-সন্ধ্যা।
দূর আকাশের ঐ হলদেটে চাঁদ গেলো-এলো-বদলালো,
হলুদ-নীল-সাদা
বাঁকা কিংবা বৃত্ত।
তুমি এলে না।

আমাদের বাড়ির পাশের মাঠটাতে
ইটের পর ইট পড়ে হয়ে গেল সুউচ্চ প্রাসাদ।
তার ছায়ায় পড়ে পুরোনো সেই ডালিম গাছটি গেল,
মুনিয়ারা একে একে হলো চির স্বাধীন!
বারান্দার এক কোনে
তাদের সেই খাঁচাটা আজও আছে.........জং ধরা।
এখন আর এখান থেকে আকাশ দেখা যায় না জানো?
আকাশ আর আমার মাঝে যে কারো অট্টালিকা!

শীতেরা সব রঙ বদলে রঙিন হল,
মরে-ঝরে-শুকিয়ে পড়া পাতারা
পেল মৌসুমী বাতাস!
কত বোশেখ এলো গেলো,
শীল পড়ল আমাদের ঐ ছোট্ট উঠানে।
আর আমি?
ধরলাম-খেলাম-রাখলাম তোমার জন্য মুঠো ভরে।
অথচ সেগুলো না!......অভিমানে-গলে-ফোটায় ফোটায় পড়ে মিশে গেলো মাটিতে,
আমার কথা শুনলো না।
তুমিও আর এলে না।

জানি.........
কদম, বেলী কিংবা বকুল
সময়ের দাবিতে কোনের ঐ ছোট্ট টেবিলটাতেই শুকোবে।
ঝুম বৃষ্টিতে ঘুমাবো গুটিসুটি হয়ে সারাদিন,
হয়ত কেউ আসবে না কোনো অভিযোগ নিয়ে!

হয়ত......
এবারও বর্ষাতে দাঁড়কাকটা একাই ভিজবে,
তার মান ভাঙাতে আসবে না কোনো অজ্ঞাত খেচর।

হয়ত......
একদিন অপ্রাপ্তির ভিড়ে-
ফিকে হবে সুঠামদেহী স্বপন!
শীর্নকায় হবে ধীরে ধীরে।
আর লুকোবে কোনো এক নির্জন গৃহে,
লোকালয় ছেড়ে।

তবু জেনো একজন......
সেই স্বপন আকড়ে ধরে জেগে রবে;
হয়ত আরো একটি বছর......একটি যুগ......
কিংবা শতাব্দী ধরে।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
নাজমুছ - ছায়াদাত ( সবুজ ) সুন্দর লেখা । কবিকে শুভেচ্ছা ,
কবি এবং হিমু প্রতিটি শব্দে ভালবাসা আর সেই ভালবাসা পাবার হাহাকার শুনতে পেলাম।বেশ বেশ ভাল লাগলো,কবিতাটি পড়ে।ভোট না দিয়ে থাকতে পারলাম না
অসংখ্য ধন্যবাদ।
জয় শর্মা (আকিঞ্চন) চমৎকার কবিতাঃ স্বপ্নের রাজ্যে বসবাস। ভোট থাকলো।
অসংখ্য ধন্যবাদ।
কাজী জাহাঙ্গীর সু স্বাসতম, উপমা'র রাজ্যে মহোৎসব হল যেন, খুব ভাল লেগেছে, জয় হোক নবীনের। অনেক শুভেচ্ছা, ভোট আর আমার পাতায় আমন্ত্রন।
অসংখ্য ধন্যবাদ
কেতকী স্বপন জেগে থাকুক আমৃত্যু...মন খারাপ করা কবিতায় ভোট রইল।
অসংখ্য ধন্যবাদ

১৩ জুন - ২০১৬ গল্প/কবিতা: ৩ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "ছোটবেলা”
কবিতার বিষয় "ছোটবেলা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ ডিসেম্বর,২০২৪